কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হল ফেনিবাসীদের বনভোজন

মোয়াজ্জেম সাজু কানাডা থেকেঃঃ টরন্টোতে ফেনী জেলার বনভোজন সম্পূর্ন হয়েছে। টরন্টোয় স্কারবোরোর কিড্স টাউন ওয়াটার পার্কে দিনব্যাপী পিকনিকে ছিল নানারকম আয়োজন। টরন্টোতে অবস্থানরত প্রায় দুই শতাধিক ফেনীর বাসিন্দারা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।বনভোজনে অংশগ্রহণকারীরা দেশের শৈশবের নানা দিক নিয়ে আলোচনা করেন । সকল শ্রেণির মানুষের মিলনমেলায় হরেক রকমের সুস্বাদু খাবারের আয়োজন ছিল মধ্যাহ্নভোজে। ভোজের পর শিশুরা মেতে উঠে বিভিন্ন খেলাধুলায়।

মানজু মান আরা ও খুরশেদ খানের পরিচালনায়, আলোচনায় পর্বে অংশ নেন ক্যারিয়ার স্পেশালিস্ট ইমাম উদ্দিন, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ, কর্নেল অবঃ মাহবুব, বাবসায়ী জসিম উদ্দিন, এজেডএম নাজিম উদ্দিন, শরিফ উদ্দিন, ইকবাল হোসেন আসিফ ও নাদিবা প্রমুখ। তরুণ প্রজন্মের মধ্য থেকে বক্তব্য রাখেন রিহান রহমান ও লামিয়া তাসনিম প্রমুখ।

আলোচনা অনেকেই বলেন আগামিতে শিশু কিশোরদের সহ সবার উপস্থিতি আর বাড়াতে হবে।তারা বলেন যাতে প্রবাসে থাকলেও তরুণ প্রজন্মের সন্তানরা বাংলাদেশের সংস্কৃতিকে নিজেদের তাদের মধ্যে বেশি করে লালন করতে পারে।’
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহায়তায় ছিলেন নাসির আহমেদ, খুরশেদ খান, শরিফ উদ্দিন, এফ আর আল মামুন, নাজমুল,মাহমুদ শাহিন, মেহেদী হাসান সাগর, সাইফুল, শাহপরান, শাহনাজ সিদ্দিকী, তালুকদার ভুঁইয়া প্রমুখ।

Advertisement