ব্রিট বাংলা ডেস্ক :: ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কানাডার মেনোনাইট সেন্ট্রার কমিটির ম্যানিটোবা প্রোগ্রাম ‘রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা’ বিষয়ক সেমিনারের আয়োজন করে।
এতে ‘কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট, কানাডার নির্বাহী পরিচালক ড. কাওসার আহমেদ এবং গবেষণা পরিচালক ড. হেলাল মহিউদ্দীন মূল বক্তব্য উপস্থাপন করেন।
আলোচনায় ‘প্রত্যাবাসন’ এবং পৃথিবীর বিভিন্ন দেশে ‘অভিবাসনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। ‘রোহিঙ্গা’ নারী এবং শিশুদের পাচারের হাত হতে রক্ষা করা এবং সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজন হিসেবে চিহ্নিত করেন।
বিশেষভাবে আলোচিত হয় যে বিশ্বময় অপ্রাপ্তবয়স্ক উদ্বাস্তুদের সংখ্যা ৫২% কিংবা তার চেয়েও বেশি। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসকারীদের প্রায় ৬০ ভাগই নারী ও পুরুষ। আরো জানা যায় যে উদ্বস্তুদের ৯২ ভাগই মুসলিম ধর্মাবলম্বী।
Advertisement