কানাডা আওয়ামীলীগের উদ্যেগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

মোয়াজ্জেম সাজু,কানাডা থেকেঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাডার মন্ট্রিয়ালে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুস্টিত হয়েছে।কানাডা আওয়ামীলীগের উদ্যেগে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মন্টিয়ালের স্থানিয় শিল্পিরা।কানাডা থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মোয়াজ্জেম সাজু।দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা প্রতি বছর মহান বিজয় দিবস পালন করে থাকেন।কানাডা আওয়ামীলীগের উদ্যেগে বিজয় দিবস উপলক্ষ্যে রোব্বার সন্ধ্যায় মন্টিয়ালের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে অনুস্টিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা। অনুস্টানে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আলোচনা সভায় বক্তারা পরম শ্রদ্ধায় স্মরণ করেন স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা অকুতোভয় বীর সন্তানদের ।

এক সাগর রক্তের বিনিমিয় বাংলার স্বাধীনতা আনলে যারা,আমরা তোমাদের ভুলবনা।একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়। মুজিব বাইয়া যাওরে।দেশের এসব গান ই ছিল অনুস্টানে মুল আকর্ষন।এসব গান উপভোগ করতে আশা বিদেশের মাঠিতে জন্ম নেয়া নতুন প্রজন্মের হ্রদয়ে নাড়া দিয়েছে।

জাতীয় সংগিতের মাধ্যেমে অনুস্টানের সুচনা করা হয়। পরে একে একে দেশাত্মবোধ গান পরিবেশন করেন কানাডার মন্ত্রিয়ালের স্থানিয় শিল্পিরা।আয়োজরা জানালেন এসব দিবস রিতিমত পালনের ফলে বিদেশে নতুন প্রজন্ম সাধিনতার সঠিক ইতিহাস জানতে পারবে।
অনুস্টানে সাদেরা সুজনের পরিচালনায় নির্মিত মুক্তিযুদ্ধ এবং এর পরিবর্তি সময়ের একটি ডকোমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় লন্ডন থেকে ভিডিও কলের মাদ্যেমে বক্তব্য রাখেন,কানাডা আওয়ামীলীগের সভাপতি গোলাম মুহাম্মদ মাহমুদ,
কানাডা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি,সৈয়দ রহমত উল্লাহ্ অনুষ্ঠানের সভাপতিত্ত করেন এবং সহ সাধারন সম্পাদক ইতরাদ জুবেরী সেলিম ও সাংকৃতিক কর্মী সর্মিলা দর পরিচালনায় করেন। বক্তব্য রাখেন কানাডা আওয়ামীলীগের প্রদান উপদেষ্টা শেমল দত্ত,কৃষি বিষয়ক সম্পাদক মো আব্দুল গনি, কুউব্যাক আওয়ামিলিগের সাবেক সভাপতি মইনুল ইসলাম । কানাডা আওয়ামীলীগ সদস্য মতাহির আলী সহ অন্যান্যরা।

Advertisement