কাবুলে আত্মঘাতী হামলা; নিহত ১১

ব্রিট বাংলা ডেস্ক :: ‍আফগানিস্তানের কাবুলের একটি গুরুদ্বারে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আজ বুধবার সকালে এই হামলা চালানো হয়। এই ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসএস।

জানা গেছে, আফগানিস্তানের শোর বাজার এলাকার একটি গুরুদ্বারায় হামলা চালানো হয়। ওই এলাকায় হিন্দু ও শিখ বেশি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী সকাল ৭টা ৪৫ মিনিট একদল হামলাকারী গুরুদ্বারে ঢুকে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন।

ওই মুখপাত্র জানান, গুরুদ্বারের প্রথম তলা খালি করেছে পুলিশ। সেখানে আটকে থাকা কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে।

তবে ভেতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আশঙ্কা, কয়েকজনকে বন্দিও রয়েছেন সেখানে।

Advertisement