কাভার্ডভ্যানকে মাই‌ক্রোবাসের ধাক্কা, একই প‌রিবা‌রের নিহত ৩

ব্রিট বাংলা ডেস্ক :: টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় শুক্রবার সকালে কাভার্ডভ্যানকে মাই‌ক্রোবাস ধাক্কা দিলে একই প‌রিবা‌রের তিনজন নিহত হ‌য়ে‌ছেন। নিহতরা সবাই মাই‌ক্রোবাস যাত্রী বলে জানা গেছে। এ‌তে আ‌হত হ‌য়ে‌ছে আ‌রো পাঁচজন।

নিহত তিনজ‌নের ম‌ধ্যে দুইজন নারী। হতাহ‌তদের বা‌ড়ি সিরাজগঞ্জ সদর থানায় ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। এ‌দি‌কে দুর্ঘটনার পর মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রে দুর্ঘটনা কব‌লিত গা‌ড়ি দু‌টি উদ্ধার করার পর সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হয়।

নিহতরা হ‌লেন- সিরাজগঞ্জ সদর থানার সা‌হেদ নগর বেপারীপাড়ার মৃত হাজী কামাল উ‌দ্দিন সরকারে ছে‌লে হাজী আব্দুল ক‌রিম সরকার (৬০), ক‌রি‌মের স্ত্রী মা‌তোয়ারা সরকার (৫০), মে‌য়ে কা‌নিজ ফা‌তেমা (৩০)। আহতরা হ‌লেন- নিহত ক‌রি‌মের জামাতা হাজী সে‌লিম, না‌তি সা‌মি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭), মেঘলা (১৭)। ত‌াদের সিরাজগঞ্জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মাই‌ক্রোবাস ও কাভার্ডভ্যান‌টি সেতু পাড় হওয়ার পর সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছা‌লে মাইক্রোবাস‌টি কাভার্ড‌ভ্যান‌টি‌কে ধাক্কা দেয়। এ‌তে মাই‌ক্রোবা‌সে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থ‌লে নিহত হ‌য়ে‌ছেন। ত‌বে তারা একই প‌রিবা‌রের। তা‌দের বা‌ড়ি সিরাজগঞ্জ ব‌লে জানা গে‌ছে। দুর্ঘটনা কব‌লিত প‌রিবহন দু‌টি ও লাশ থানায় রাখা হ‌য়ে‌ছে।

Advertisement