কার্ডিফের ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার নির্মানে ব্যয় করার জন্যে প্রায় ৬৬ হাজার পাউন্ড দান করেছে বাংলাদেশ সরকার। সোমবার লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আনুষ্ঠানিকভাবে কমিটির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে প্রায় ৬৫ হাজার ৯ শত একাশি পাউন্ড ছিয়াত্তর পেন্সের েএকটি চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ভারপ্রাপ্ত সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট কমিটির সেক্রেটারী মোহাম্মদ মকিস মনসুর, ডেপুটি চেয়ার মোহাম্মদ সেরুল ইসলাম, কাউন্সিলার দিলওয়ার আলী ও ফাউন্ডার ট্রাষ্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ বক্তব্য রাখেন।। বক্তারা এই অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা সহ হাইকমিশনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার জুলকার নাইন, প্রেস মিনিষ্টার আসিকুন নাবী চৌধুরী, ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট কমিটির ট্রেজারার আনহার মিয়া, ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ মুজিব, ফাউন্ডার ট্রাষ্টি আব্দুল লতিফ কয়সর. ফাউন্ডার ট্রাষ্টি আসাদ মিয়া, ফাউন্ডার ট্রাষ্টি আব্দুস সালাম বুলবুল, ফাউন্ডার ট্রাষ্টি শামীম আহমদ ও ফাউন্ডার ট্রাষ্টি শফিক মিয়া সহ হাইকমিশনার অনান্য কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।