‘কাল রাগের মাথায় ওসব বলেছি’- ভ্যাকসিন নেওয়ার পর পাপন

স্কোয়াডে ৫ পেসার থাকলেও দুই টেস্টের একাদশে মাত্র দেড়জন পেসার খেলানো নিয়ে অভিযোগ করেছিলেন পাপন। সেই বিষয়টি নিয়ে আজ আবার তিনি বলেন, ‘আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না- এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাটসম্যানদের শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এভাবে কেউ আউট হয় না। পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।’

Advertisement