কাশ্মীরে গোলাগুলি, ভারতীয় সেনা অফিসার নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: কাশ্মীরের রাজৌরিতে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ভারতীয় এক সেনা অফিসার নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন বেসামরিক লোক।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, রাজৌরি এলাকা দিয়ে মঙ্গলবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বিচ্ছিন্নতাবাদীরা। সেসময় পাকিস্তানের দিক থেকে আসা বিচ্ছিন্নতাবাদীর গুলিতে মৃত্যু হয় ভারতীয় সেনা বাহিনীর জুনিয়র এক অফিসারের।

ভারতীয় সেনা সূত্রের খবর, মঙ্গলবার নৌশেরা সেক্টরের কালাল অঞ্চলে ঘটেছে এই ঘটনা। এদিন যে ভাবে, ভারতীয় সেনা অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে, তা পাকসেনার কৌশলি পদক্ষেপ বলেই দাবি করা হয়।

এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এদিনের শুরুতেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট এলওসিতে গুলি চালিয়েছে পাকিস্তান। এসময় ফুল জেহান নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা আহত হয়েছেন। চিকিত্‍সার জন্য ওই বৃদ্ধাকে রাজৌরির হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, ফার্স্ট পোস্ট, জি নিউজ।

Advertisement