ব্রিট বাংলা ডেস্ক :: ভারত শাসিত জম্মু-কাশ্মীর সীমান্তে বিস্ফোরণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
নিয়ন্ত্রণ রেখার কাছে আখনুর সেক্টরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
সেনাবাহিনীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, রোববার ট্রাকে করে যাওয়ার পথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন সেনা আহত হন। পরে তাদেরকে উধমপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়।
এই হামলার জন্য কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদের সন্দেহ করছে ভারতীয় সেনাবাহিনী ও প্রশাসন।
Advertisement