ব্রিটবাংলা ডেস্ক : লেবার পার্টির বর্ষীয়ান এমপি কিথ ভাজকে অন্তত ৬ মাসের জন্যে পার্লামেন্ট থেকে বরখাস্ত করার সুপারিশ করেছে দ্যা কমনস স্ট্যান্ডার্ড কমিটি। পুরুষ যৌনকর্মী এবং কোকেইনের জন্যে অর্থ পরিশোধের মাধ্যমে পার্লামেন্টের মর্যাদাহানীর অভিযোগে ৬২ বছর বয়সী এমপি কিথের বিরুদ্ধে এই সুপারিশ করেছে কমিটি।
২০১৬ সালের অগাস্টে দুজন পুরুষ যৌনকর্মী এবং মাদকের জন্যে তিনি অর্থ ব্যয় করেন বলে সানডে মিররে সংবাদ প্রকাশের প্রায় তিন বছর তদন্ত শেষে কমিটি এই সুপারিশ করে। তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও উত্থাপন করেছে কমিটি।
এদিকে কমন্স স্ট্যান্ডার্ড কমিটির সুপারিশ প্রকাশের সাথে সাথেই লেইস্টার ইস্টের এমপি কিথ ভাজ অসুস্থ্য হয়ে পড়েন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে এমপির ওয়েব সাইটে জানানো হয়েছে।
Advertisement