১৫ বছর বয়সী কিশোরকে যৌনহয়রানীর অভিযোগে কনজারভেটিভ পার্টির এমপি ইমরান আহমেদ খানকে দোষি সাব্যস্ত করেছে আদালত। সাউদার্ক ক্রাউন কোর্টের জুরি বোর্ডের শোনানিতে বলা হয়েছে ২০০৮ সালের জানুয়ারীতে স্টাফোর্ডশায়ারে একটি ঘরোয়া পার্টিতে ১৫ বছর বয়সী কিশোরকে জিন পান করতে বাধ্য করেন তিনি। তারপর তাকে টেনে উপরতলায় নিয়ে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করেন এবং এরপর তার উপর যৌন নির্যাতন চালান এমপি ইমরান খান। নির্যাতনের শিকার কিশোরের বয়স বর্তমানে ২৯ বছর। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ২০১৯ সালে এই ঘটনার বিষয়টি কনজারভেটিভ পার্টি এবং পুলিশকে অবহিত করেন বলে আদালতের জুরি বোর্ডের শোনানিতে উল্লেখ করা হয়। এছাড়া অপর এক স্বাক্ষী জুরিদের জানিয়েছেন, ২০১০ সালে পাকিস্তান সফরে গিয়ে একটি ঘরোয়া পার্টিতে মদ্যপ অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে যৌনাচারলে লিপ্ত হন এমপি ইরমান খান। যদিও প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ৪৮ বছর বয়সী ইমরান আহমেদ খান। ২০১৯ সালে কনজারভেটিভ পার্টি থেকে তিনি পশ্চিম ইয়র্কশায়ারের ওয়াকফিল্ড আসনের এমপি নির্বাচিত হন। যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত হওয়ার সাথে সাথেই তাকে পার্টি থেকে বরখাস্ত করা হয়। তবে তিনি এখনো স্বতন্ত এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাজার মেয়াদ এখনো ঘোষণা করেনি আদালত। ইমরান আহমদ খানের এমপিত্ব থাকবে কি থাকবে না তা নির্ভর করবে তার সাজার উপর। এক বছরের উপর সাজা হলে তাকে এমপিত্ব হারাতে হতে পারে।
কিশোরকে যৌন হয়রানীর অভিযোগে কনজারভেটিভ পার্টির এমপি দোষি সাব্যস্ত
Advertisement