কুড়ারবাজারে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে আঙ্গুরা মুহম্মদপুর নিবাসী শেখ আলা উদ্দিন-র সৌজন্যে মরহুমা সালেহা উদ্দিন স্মৃতি স্মরনে ১১ অক্টোবর, শুক্রবার কুড়ারবাজার ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা  সাধারন চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রোপ নির্নয় করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের এস পি সি ওলিউর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মেডিকেল ক্যাম্পে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এফ এম আবু তাহের সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্পে অভিজ্ঞ পুরুষ ও মহিলা চিকিৎসক দ্বারা প্রায়  পাঁচ শতাধিক মানুষের মাঝে সাধারন চিকিৎসা সেবার পাশাপাশি ডায়াবেটিস ও ব্লাড গ্রোপ নির্নয় করা হয়। আগত সেবা প্রার্থীগণ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পল্লী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্যেখ্য বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক চলতি মাসের ১৩ ও ১৫ তারিখ খাড়াভরা গোল্ডেন প্লাস একাডেমী ও চন্দরপুর মোস্তফা কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হবে।

Advertisement