‘কুর্দিরাও ফেরেশতা না, আইএসের চেয়ে বড় হুমকি’

ব্রিট বাংলা ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কুর্দিরা জানেন- কীভাবে যুদ্ধ করতে হয় এবং আমি বলছি- তারাও ফেরেশতা না। যদি আপনারা খেয়াল করে দেখেন, তবে লক্ষ্য করবেন, তারা একেবারে নিষ্পাপ না।

কুর্দিবিরোধী অভিযান বন্ধে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যখন তুরস্কে যাচ্ছেন, তখন ডোনাল্ড ট্রাম্প এসব কথা জানালেন।-খবর এএফপির।

ট্রাম্প বলেন, কুর্দিশ পিকেকে বিদ্রোহীরা দশকজুড়ে আংকারার বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। তারা সম্ভবত আইএসের চেয়েও বড় সন্ত্রাসী হুমকি।

‘তুরস্কের সীমান্ত থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ছিল খুবই চমৎকার। তারা এখন সম্পূর্ণ নিরাপদ। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, তুর্কিরা সিরিয়ায় ঢুকে পড়েছে। যদি তুর্কিরা সিরিয়ায় ঢুকে পড়ে, তবে সেটি তুর্কি ও সিরিয়ার মধ্যকার বিষয়। সেটি তুর্কি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ইস্যু নয়। কিন্তু বোকা লোকজন এটিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের ইস্যু বলে বিশ্বাস করছে।

এ সময় প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহামসহ সমালোচকদের তুলাধোনা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, আগামী কয়েক হাজার বছর ধরে হাজার হাজার সেনা নিয়ে মধ্যপ্রাচ্যে থাকতে চাচ্ছেন লিন্ডসে গ্রাহাম। কিন্তু আমি মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে আসতে চাচ্ছি।

নিজেদের যুদ্ধটা তাদের করতে দেন জানিয়ে ট্রাম্প বলেন, তারা হাজার বছর ধরে লড়াই চালিয়ে আসছে।

জবাবে গ্রাহাম বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সিরিয়ায় সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছেন ট্রাম্প।

Advertisement