ব্রিট বাংলা ডেস্ক :: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভূষুটারী এলাকায় বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ভূষুটারী এলাকার নজরুর ইসলাম ও তাঁর স্ত্রী রুমি আক্তার।
পরিবারের সদস্যরা জানান, নজরুল ইসলামের দুই স্ত্রী। বড় স্ত্রী পাশের বাসায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতের খাবার খেয়ে ছোট স্ত্রী রুমি আক্তারের সঙ্গে শয়নকক্ষে পাশাপাশি ঘুমিয়েছিলেন স্বামী নজরুল ইসলাম ম্যানা। সকাল ৮টার দিকে তাঁদের আট মাসের শিশু সন্তান দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করতে থাকলে বাড়ির লোকজন শয়নকক্ষে গিয়ে দুইজনের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়।
নজরুল ইসলামের ছোট স্ত্রীর আট মাসের একটি পুত্র সন্তান এবং বড় স্ত্রীর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর বলেন, মরদেহের শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাঁদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।