কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১ আগস্ট) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি।এ সময় প্রধানমন্ত্রী আলোচনা সভায় বক্তব্য দেন ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।কৃষক লীগ জানায়, এদিন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ ও জাতীয় কমিটির ১৫১ জন নেতা রক্তদান করার প্রস্তুতি নিয়েছেন।এর আগে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় কৃষক লীগের আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিমসহ আওয়ামী লীগ ও কৃষক লীগের শীর্ষ নেতারা।কৃষক লীগের ৭৮টি সাংগঠনিক জেলা ও ৫০২টি সাংগঠনিক উপজেলার নেতারা কৃষিবিদ ইনস্টিটিউটে সভায় অংশ নেয়। এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ও জাতীয় কমিটির নেতাসহ ২ হাজার ৫০০ নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement