ব্রিট বাংলা ডেস্ক :: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপস্থিতির মধ্য দিয়েই সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়।
আজ বুধবার সকাল ১১টা ১০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। এরপরই সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
এদিকে সম্মেলন উপলক্ষে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান কৃষক লীগের নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। জেলা, উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, কাউন্সিলর ডেলিগেটরা সম্মেলন স্থলের নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হয়েছেন।
শুধু কৃষক লীগের নেতা-কর্মীরাই নয় সম্মেলন ভেন্যুতে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।