ব্রিট বাংলা ডেস্ক :: ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে কেনিয়ায়। মাটির নিচে চাপা পড়েছে দেশটির ওয়েস্ট পোকট প্রদেশের একটি গ্রাম।
এতে অন্তত ২৯ গ্রামবাসী নিহত হয়েছেন। এর মধ্যে সাত শিশুসহ অন্তত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানী থেকে প্রায় সাড়ে তিনশ’ কিলোমিটার পোকট অঞ্চলে শুক্রবার রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে।
গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব আফ্রিকার কয়েকটি দেশে একটানা বৃষ্টিপাত হচ্ছে। সুদানে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। দক্ষিণ সুদানে সবগুলো বন্যায় ডুবে গেছে। বিবিসি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট কেনিয়াত্তা এক বিবৃতিতে হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, ভূমিধসে দেশটির সম্পদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মী এবং বিভিন্ন বাহিনীকে দ্রুত উদ্ধারকাজ করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
কেনিয়ার রেডক্রস সোসাইটি জানিয়েছে, পোকটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে উদ্ধারকারীর দল পৌঁছে গেছে। ধ্বংসস্তূপ থেকে দুটি বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গত কয়েক সপ্তাহের ক্রমাগত বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ অংশ। সোমালিয়ায় ঘরছাড়া হাজার দশেক মানুষ। এ ছাড়া তানজানিয়া ও ইথিওপিয়ারও একই অবস্থা।