কোরআন প্রশিক্ষন পুরস্কার বিতরনী

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:প্রতি বছরের মতো এবারও নর্থাম্পটনের আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের উদ্যোগে রবিবার মসজিদে অনুষ্ঠিত হয়েছে দারুল ক্বিরাত ২০১৭ এর তিন সপ্তাহ ব্যাপী বিশুদ্ধ কোরআন প্রশিক্ষনের পুরুস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান
এতে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী,অভিভাবক,শিক্ষক,মুসল্লী ও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিরা উপস্হিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এতে কোরআন তেলাওয়াত করেন ইয়াসির আব্দুল ও হেলাল মিয়া।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।মসজিদের মোতয়াল্লী মখন খানের সভাপতিত্বে ও হাজী হারুন আলী এবং আব্দুল আহাদের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্যরাখেন মাওলানা ইকরাম আজম ও মিসবাহউদ্দুযা মোহাম্মাদ আব্দুল ফাত্তাহ চৌধুরী ফয়সল।
সমাপনি অনুষ্ঠানে বক্তারা বলেন,ব্রিটেনে বেড়ে উঠা ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় আরো বেশী করে আগ্রহী,সঠিক নিয়মে নামাজ,কোরআন তেলায়ত সহ ইসলাম সম্পর্কে জানতে এ ধরনের কোর্সের আয়োজন বিশেষ ভুমিকা রাখবে।


এ বছর দারুল ক্বিরাত কোর্স সম্পন্ন করে ক্বারি উপাধিতে ভুষিত হয়েছেন শাহনাজ আক্তার শিপা।
তিন সপ্তাহ ব্যাপী সামার হলিডেতে অনুষ্ঠিত এবারের কোরআন শিক্ষা ও প্রশিক্ষনে ছুরা ক্লাস থেকে হাদিস ক্লাস পর্যন্ত অংশ গ্রহণ কারী ১৫৫ জন ছাত্র ছাত্রীদের
মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৮১ টি ট্রপি মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।


এবংমায়ানমারে অসহায় রোহিঙ্গা মুসলমান সহ সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

Advertisement