কৌশল নিয়ে নতুন ‘পরিকল্পনায়’ ভারতের প্রতিরক্ষা বাহিনী প্রধান বিপিন রাওয়াত

ব্রিট বাংলা ডেস্ক :: সেনা প্রধান থেকে প্রতিরক্ষা বাহিনীর (তিন বাহিনী) প্রধান বা চিফ অব স্টাফ হয়েছেন বিপিন রাওয়াত। এই পদ গ্রহণের পরপর ভারতকে নিয়ে কৌশলগত নতুন পরিকল্পনা তৈরির কথা জানালেন তিনি।

মঙ্গলবার দিল্লির ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ শ্রদ্ধা নিবেদনের পর বিপিন রাওয়াত বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীর প্রধানের অনেক দায়িত্ব রয়েছে। এখন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্বের প্রতি মনোযোগী ছিলাম। এবার আমি নতুন দায়িত্বের প্রতি মনোযোগ দেব। ভবিষ্যতের জন্য নতুন কৌশলের পরিকল্পনা করব বলে ভাবছি।’

ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘চিফ অব স্টাফ’ নামে নতুন পদের ঘোষণা করেন। প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিরাপত্তা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সম্পর্ক রাখবেন বিপিন রাওয়াত। ভারতের সেনা বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান ও নৌ বাহিনীর প্রধান সরাসরি তার কাছে রিপোর্ট করবেন।

নতুন এই পদ গ্রহণের পর বিপিন রাওয়াতকে যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ অভিনন্দন জানিয়েছেন। ৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে থাকতে পারবেন বিপিন রাওয়াত। এনডিটিভি।

Advertisement