ব্রিট বাংলা ডেস্ক :: ক্যাপিটল হিলে হামলার ষড়যন্ত্রের দায়ে কট্টোর ডানপন্থী প্রাউড বয়েজের দুই সদস্যকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। গত ৬ই জানুয়ারি হওয়া ওই হামলা নিয়ে এখনো পুরোদমে তদন্ত ও গ্রেপ্তার চলছে। এরইমধ্যে দুজনের বিরুদ্ধে ক্যাপিটলে হামলা করতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত দুই প্রাউড বয়েজ সদস্য হচ্ছেন, উইলিয়াম পেপে (৩১) এবং ডমিনিক পেজোলা (৪৩)। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে জানানো হয়, গত ১২ ও ১৫ জানুয়ারি তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধভাবে গুরুত্বপূর্ন ভবনে প্রবেশ। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, পেজোলা ও পেপে দুজনেই প্রাউড বয়েজ আন্দোলনের সদস্য। পেজোলার আইনজীবী মাইকেল শিবেটা জানিয়েছেন, তিনি এখনো তার মক্কেলের সঙ্গে আলোচনা করতে পারেন নি।
অপরদিকে পেপের আইনজীবী এ নিয়ে কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।