যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্যালিফোর্নিয়ার প্রধান দুই শহর লস অ্যাঞ্জেলস এবং স্যান ফ্রান্সিসকোর মধ্যবর্তী একটি কৃষিপ্রধান গ্রাম গোশেনের একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথারি গুলি শুরু করেছিল। এ ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। কউন্টি শেরিফ বলেন, গুলির ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই জনের মরদেহ রাস্তায়, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। আর বাকি তিনজনের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। যাদের মধ্যে একজন সে সময় জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মাদক ব্যবসার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ। কারণ, যে বাড়িতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই বাড়িতেই কয়েক দিন আগে মাদক থাকার সন্দেহে তল্লাশি চালানোর জন্য নির্দেশ দিয়েছিল আদালত।
ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে মা-শিশুসহ ৬ জনকে গুলি করে হত্যা
Advertisement