ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

ব্রিট বাংলা ডেস্ক :: জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থরীজ এর হলরুমে নতুন কমিটির আনষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক ড. শামীম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলস এর কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, সমাজসেবী ড. মোয়াজ্জেম চৌধুরী ও মোটিভেশনাল স্পিকার রজার ওয়াজেদ সালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশ নব নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান বাচ্চু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তানিম আহমেদ, সানী জামান, মারিহা জামান, মুরাদ আহমেদ, জহির উদ্দিন, লায়েক আহমেদ আব্দুল হামীদ খোকন, আব্দুল হান্নান, আলী আহমেদ ফারিস এবং বাফলা প্রেসিডেন্ট নজরুল আলম প্রমূখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনাত জাহান মুন্নি এবং স্থানীয় শিল্পীরা।

অভিষেক উপলক্ষে জালালাবাদ ম্যাগাজিন দি সুরমা প্রকাশ করা হয়। বিগত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদের সম্পাদনায় এবং সৈয়দ নাসির জেবুলের সার্বিক সহযোগিতায় ম্যাগাজিনটি প্রকাশিত হয়।

এর আগে বিদায়ী প্রেসিডেন্ট আনোয়ার হোসেন রানার স্বাগত বক্তব্যের পর বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল দুই বৎসরের কর্যক্রমের প্রতিবেদন পেশ করেন।

Advertisement