ক্রিকেটারদের অপেক্ষায় পাপন

ব্রিট বাংলা ডেস্ক :: আগের দিন সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের দাবি দাওয়া নিয়ে বেশ কড়া কথাই বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই পাপনই এখন অপেক্ষায় আছেন ক্রিকেটারদের। দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে চান পরিচালকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে দুপুর তিনটায় বিসিবিতে ফিরে পরিচালক জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানান, আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। মিডিয়ার মাধ্যমে আমরা তাদের সেটা জানাতে চাই। সভাপতিসহ আমরা বিসিবিতে ক্রিকেটারদের অপেক্ষায় আছি।

এর আগে সকালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির সিইও নিজাউদ্দিন চৌধুরী সুজন। এসময় সুজন বলেন, আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চাই। এরিমধ্যে তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে।

সে আমাকে নিশ্চিত করেছে সকলের সঙ্গে কথা বলে আলোচনার সময় জানাবে।
উল্লেখ্য গত সোমবার ১১ দফা দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। তার একদিন পর সংবাদ সম্মেলন করে করা প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Advertisement