ক্রিকেটারদের ধর্মঘটে সমর্থন, বিসিবিতে দুর্নীতি, ম্যাচ ফিক্সিং অনুমোদন

ব্রিট বাংলা ডেস্ক :: বাংলাদেশের ক্রিকেটের অবস্থা নিয়ে সেনসেশনাল বা স্পর্শকাতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার তিনি বলেছেন, বোর্ড ম্যাচ ফিক্সিংকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অনুমোদন দিচ্ছে। একই সঙ্গে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের চলমান ধর্মঘটকে সমর্থন করেছেন। অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে। বলেছেন, ক্রিকেট পরিচালনা বোর্ডে দুর্নীতির শিকড় অনেক গভীরে প্রোথিত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এসব অভিযোগ তুলেছেন বলে খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। সাবের হোসেন চৌধুরী টুইটে বলেছেন, বিসিবি টাইগার্স হলো বিশ্বের মধ্যে একটিমাত্র জাতীয় স্পোর্টিং বডি, যারা ম্যাচ ফিক্সিং, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া অনুমোদন করছে। এটা অবিশ্বাস্য।
এই ইস্যুটি বহুবার আমি নিজে তুলে ধরেছি।

Advertisement