ক্রিকেটারদের সঙ্গে বিকেলে বসতে চায় বিসিবি

ব্রিট বাংলা ডেস্ক :: ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ঘোষণা দেন। সোমবার মিরপুর বিসিবি একাডেমি মাঠে এসময় তার সঙ্গে ছিলেন অন্য ক্রিকেটাররা।

এরই প্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেছেন ক্রিকেটাররা বিসিবিকে স্মারকলিপি না প্রদান করেই সংবাদ মাধ্যমের কাছে ১১ দফা দাবি পেশ করেছে।

এরই প্রেক্ষিতে আজ বুধবার দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা জানান বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

Advertisement