ক্লাশ পরীক্ষায় ফিরছেন না বুয়েট শিক্ষার্থীরা

ব্রিট বাংলা ডেস্ক :: প্রশাসন যথাযথ সাড়া না দেয়ায় ক্লাশ পরীক্ষায় না ফেরার ঘোষণা দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে। সেশনজটের সম্ভাবনা থাকলেও দাবি পুরণ করে ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ রেখে যেতে চান। আজ বিকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের দেয়া ১০ দফা দাবির মধ্যে মাত্র দুটি দাবি পূরণ হয়েছে। বাকি দাবিগুলো বাস্তবায়নের কাজ চলছে। তবে তা সন্তোষজনক নয়। এ অবস্থায় আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া কোন উপায় নেই।

Advertisement