ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিশ লেবার পার্টির লিডার জেরেমি করবিন অর্থের বিনিময়ে চেকোস্লোভাকিয়ার এক গোয়েন্দার কাছে ব্রিটেনের তথ্য পাচার করেছেন বলে এক টুইট বার্তায় অভিযোগ করে পরবর্তীতে ক্ষমা চাইতে হয়েছে ক্ষমতাসীন টোরি পার্টির ভাইস চেয়ারম্যান বেন ব্র্যাডলি এমপিকে। গত ১৯ ফেব্রুয়ারী এক টুইট বার্তায় এই অভিযোগ তুলেন তিনি।
এ নিয়ে সংবাদ মাধ্যমেও ফলাও করে খবর ছাপা হয়। এ বিষয়ে লেবার লিডারের অবস্থান স্বচ্ছ করার আহ্বান জানানো হয় টোরি পার্টি থেকেও।
তবে লেবার পার্টি থেকে এই অভিযোগের জোর প্রতিবাদ জানানো হয়েছিল। একই সঙ্গে আইনী চ্যালেন্জে যাওয়ার ঘোষণাও দেয় লেবার। এর প্রেক্ষিতে রোববার এপোলজি করেন টোরি এমপি ব্র্যাডলি। এছাড়া পুরনো টুইট বার্তা ডিলিট করে তা পুরোপুরি অসত্য ছিল বলে আরেকটি টুইট করতে রাজী হয়েছেন। এখানেই শেষ নয়, তিনি লেবার লিডার জেরেমি করবিনের পছন্দ অনুযায়ী বা তিনি সাপোর্ট করেন এমন একটি চ্যারিটিতে কিছু অর্থ দান এবং জেরেমি করবিনের লিগ্যাল খরচ পরিশোধেও রাজী হয়েছেন টোরি এমপি ব্র্যাডলি।
লেবার পার্টি অবশ্য এমপি ব্র্যাডলির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
MP Ben Bradley apologises for Corbyn tweet
A Tory MP has apologised for posting a tweet in which he said Jeremy Corbyn had passed British secrets to a spy from communist Czechoslovakia.
Ben Bradley said the now deleted tweet was “wholly untrue and false”.
He will also donate an undisclosed sum to a charity supported by the Labour leader and has agreed not to repeat the allegation.
Labour had said a Sun story about Mr Corbyn having contact with a Czech spy in the 1980s was “absurd”.
A spokesman denied that Mr Corbyn ever acted as a collaborator or agent of the Communist regime in Czechoslovakia.
“I have no hesitation in offering my unreserved and unconditional apology to Jeremy Corbyn for the distress I have caused him,” Mr Bradley said.
He had been threatened with legal action over his tweet.
Mr Bradley will make a donation to a foodbank and a homeless charity in his constituency, and pay Mr Corbyn’s legal fees, Labour said.