খাটের নিচের মাটি খুঁড়ে পাওয়া গেলো ৪০ হাজার ইয়াবা

ব্রিট বাংলা ডেস্ক :: পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার ভোররাতে ওই এলাকার ইউসুফ তালুকদারের ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার রাতে পুলিশ ক্রেতা সেজে প্রথমে ইয়াবার একটি চালান বের করার পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করে বনি আমিন এ ব্যবসার সঙ্গে জড়িত। বনির বাবা ইউসুফ তালুকদারের দেওয়া তথ্যমতে ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে একাধিক প্লাষ্টিকের প্যাকেটে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। তবে ইয়াবা ব্যবসার মূল হোতা বনি আমিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement