ওসমানী নগর থানার উমরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যালয় খুজগীপুর এম ইউ হাইস্কুল এক্স ষ্টুডেন্ট ফোরামের আয়োজনে প্রবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ২৪শে ফেব্রুয়ারি সোমবার বিকেলে পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে মাতৃভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে রুহিন আহমেদের তেলাওতের মাধ্যমে অনুষ্টিত হয়।
সংঘঠনে সভাপতি গিয়াছ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারন সাম্পাদক বাতিরুল হক সরদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলরের ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগ
আলোচনা সভায় বক্তারা বলেন পৃথিবীর ইতিহাসে কোন জাতি তার মায়ের ভাষার জন্য প্রান দিতে হয়নি,আমরা সেই জাতি মায়ের ভাষার জন্য জীবন দিয়ে গেছেন।
তাদের অর্জন নতুন প্রজম্মদের কাছে তুলে ধরতে হবে তাদেরকে বাংলা ভাষা শিখাতে হবে যাহাদের আত্নত্যাগের বিনিময়ে মায়ের ভাষাকে পেয়েছি।অনুষ্টানে সম্মাননা প্রধান করা হয় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্র ওসমান গনি,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্র শাহ ফারুক আহমেদ জেপি,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দাতা সংঘটনের উপদেষ্টা ডক্টর সিরাজ আলী,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সাবেক ছাত্র আব্দুল কুদ্দুছ।
বক্তব্য রাখেন,আনোয়ার আলী ,এডভোকেট মুজিবুল হক মনি,আব্দুল হাকিম,মুন্নি বেগম,রিনা বেগম,মতিউর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী শাহ আব্দুল মালিক মরতুর্জা,শাহ আলফাজুর রহমান,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবু মোহিত মুকুল,সারওর আলম,আক্তার হোসেন বাবলু প্রমুখ।
উপস্হিত ছিলেন,আব্দুর রব ,আনছার আহমেদ উল্লাহ,রুবি হক,জোসনা বেগম,জামাল খান,আব্দুল বাছির,শাহ মোস্তাফিজুর রহমান বেলাল,শুভা বেগম,শিফা কামালী,ছাদিক রহমান,শাহ ফৌজিয়া নূর তফা,শাহ রাশিদা সুলতানা,শরমিলা দাস,এম এ রোকনসহ আরো অনেক প্রমুখ।