ব্রিট বাংলা ডেস্ক :: খুলনা জিআরপি থানার সাসপেন্ড ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের মামলা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, আদালত বাদির আরজি মামলা হিসেবে গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে আটক করে। এরপর রাতে ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্য থানার মধ্যে তাকে ধর্ষণ ও মারধর করেন। পরদিন ৩ আগস্ট তাকে ৫ বোতল ফেনসিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এর আগে আদালতে ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট খুলনা জিআরপি থানার ওসি উছমান গণি পাঠান ও এএসআই নাজমুল হককে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। মাদক মামলায় গত ২৮ আগস্ট ওই নারী জামিনে মুক্ত হন।