খুলনা বিভাগে করোনায় আরো ৪৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে রবিবার (১১ জুলাই) বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল। ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশিয়া সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় নয় জন, ঝিনাইদহে ছয় জন, চুয়াডাঙ্গায় তিন জন, বাগেরহাটে দুই জন, সাতক্ষীরা, নড়াইল এবং মাগুরায় একজন করে মারা গেছেন।এদিকে খুলনার সরকারি-বেসরকারি চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ ও পাঁচ জন করোনা উপসর্গের রোগী ছিলেন। রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মারা যান।খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানের ২০০ বেডে সকাল ৮টা পর্যন্ত ১৯৯ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। রেড জোনে ১২৫ জন, ইয়েলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ জন।করোনা সংক্রমণের শুরু থেকে ১২ জুলাই পর্যন্ত বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯২ জন। মারা গেছেন এক হাজার ৬৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ১০৬ জন।

Advertisement