ব্রিট বাংলা ডেস্ক :: গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের ট্রায়াল চালানোর বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে প্রতিষ্ঠানটি।
আজ শনিবার (২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া নেতৃত্বে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের এই বৈঠক শুরু হয়। জি র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা যাচাইয়ে বিএসএমএমইউ ছয় সদস্যের কমিটি গঠন করবে বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এসংক্রান্ত সরকারি বিধি-বিধান মেনে আবেদন করার পর ওই অনুমতি দেওয়া হয়।
বিএসএমএমইউ ও আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ-আইসিডিডিআরবিতে এই কিটের কার্যকারিতা পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়াল হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।