ব্রিট বাংলা ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ ভোরে কামান হামলা চালিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী।
আজ বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ইসরায়েল সেনাবাহিনী টুইটার অ্যাকাউন্টের এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের সামরিক শাখা ‘ইজ আদ দিন আল-কাসাম’ ব্রিগেডের অবস্থানকে লক্ষ্য করে এ হামলা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গাজা থেকে নিক্ষেপ করা আগ্নেয় বেলুনের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়। তবে এ হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহ থেকে গাজায় তীব্র হামলা শুরু করেছে। অবরোধ আরোপের পাশাপাশি গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী প্রবেশ নিষিদ্ধ করে এবং ফিলিস্তিনি অঞ্চলকে অন্ধকারে নিমজ্জিত করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ইতিপূর্বে হামাসকে সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল নিক্ষিপ্ত বেলুনগুলোকে একটি ক্ষেপণাস্ত্র বলে মনে করে।