গার্ডিয়ানে ৮ শতাধিক আইনজীবির চিঠি : বরিস-প্রীতিকে ক্ষমা চাওয়ার আহ্বান

ব্রিটবাংলা ডেস্ক : অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আইনী সেবা দেওয়ায় ইমিগ্রেশন আইনজীবি এবং মানবাধিকার আইনজীবিদের আক্রমন করে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসন এবং হোম সেক্রেটারী প্রীতি পাটেলের তীব্র সমালোচনা করেছেন ব্রিটেনের প্রায় ৮ শতাধিক সাবেক জাজ এবং পেশাদার আইনজীবি।

দ্যা গার্ডিয়ানে প্রকাশিত এক চিঠিতে তারা অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী এবং হোম সেক্রেটারী তাদের মন্তব্যের মাধ্যমে প্রচলিত আইনের অবজ্ঞা করে ইমিগ্রেশন বিষয়ে পেশাদার আইনজীবীদের জীবন হুমকির মুখে ফেলেছেন।

এ কারণে ক্ষমা চেয়ে সম্মানজনক আচরন করার জন্যে প্রধানমন্ত্রী এবং হোম সেক্রেটারীর প্রতি আহ্বান জানান চিঠিতে স্বাক্ষরকারীর। সুপ্রিম কোর্ট, কোর্ট অব আপিল এবং হাইর্কোটের কয়েকজন সাবেক জাজসহ ব্রিটেনের প্রায় ৮’শর বেশি সাবেক জাজ এবং পেশাদার আইনজীবি এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে কনজারভেটিভ পার্টির সম্মেলনে হোম সেক্রেটারী প্রীতি পাটেল বলেছিলেন, ভালে করার নামে বামপন্থি (লেফটি) আইনজীবিরা ব্রিটিশ এসাইলাম সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছে! এ মন্তব্যের আগে এসাইলাম বা আশ্রয়প্রার্থী অভিবাসীদের আটলান্টিকের দ্বীপে পাঠানোর ঘোষনা দেন হোম সেক্রেটারী।

পার্টি কনফারেন্সে হোম সেক্রেটারীর বক্তব্যের সূত্র ধরে পরবর্তীতে প্রধানমন্ত্রী বরিস জনসনও মানবাধিকার আইনজীবিদের জড়িয়ে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, বামপন্থি মানবাধিকার আইনজীবীদের দ্বারা ব্রিটেনের পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমই দুর্বল হতে চলেছে।

এর আগে গত অগাস্টে হোম অফিস সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে ইমিগ্র্যান্টদের সহযোগিতাকারী আইনজীবীকে এক্টিভিস্ট বলে উল্লেখ করেছিল। পরবর্তীতে বিতর্কের মুখে সেই ভিডিও প্রত্যাহার করে হোম অফিস।

ইংল্যান্ড এবং ওয়েলসে সলিসিটরদের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্যা ল’ সোসাইটি এই ভিডিওকে বিভ্রান্তিকর এবং বিপজ্জনক বলে মন্তব্য করে।

পরবর্তীতে অক্টোবরের প্রথম সপ্তাহে ইমিগ্রেশন আইনজীবি এবং মানবাধিকার আইনজীবীদের নিয়ে হোম সেক্রেটারী এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের পরও একটি সলিসিটর ফার্মে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে দ্যা ল সোসাইটি।

https://britbangla24.com/news/114843/

এদিকে দ্যা গার্ডিয়ানে প্রকাশিত ৮ শতাধিক আইনজীবির চিঠির বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের আইনজীবি বলেছেন, সব আইনজীবিরাই দেশের আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তবে কেউই বিতর্কের উর্ধ্বে নয়।

 


More than 800 former judges and legal professionals have signed a letter accusing Boris Johnson and Priti Patel of “hostility” towards lawyers representing migrants seeking asylum.

In a letter to the Guardian, they claimed the PM and home secretary “endanger” lawyers’ safety with their comments and undermine the rule of law.

The signatories called for them to “behave honourably” and apologise.

No 10 said lawyers were “not immune from criticism”.

In August, the Home Office removed a video posted on social media accusing lawyers representing migrants of being “activists”.

The Law Society, which represents solicitors in England and Wales, branded the video “misleading and dangerous”.

Earlier this month at the Conservative Party conference, Ms Patel referred to “do-gooders” and “lefty lawyers” in a speech on what she called the “broken” asylum system.

Her comments came after it emerged that the UK considered sending asylum seekers to an island in the Atlantic.

Mr Johnson went on to say he would stop the whole criminal justice system being “hamstrung” by “lefty human rights lawyers”.

Among those to sign the letter were three former justices of the UK supreme court – Lords Collins, Dyson and Walker – retired appeal court judges, former high court judges and scores of QCs and law professors, plus the directors of Liberty and Justice.

  1. A No 10 spokesperson said that, while lawyers played an important role in upholding the law, “they are however not immune from criticism”.

The spokesperson said the government is clear that any form of violence is unacceptable.

Advertisement