ব্রিট বাংলা ডেস্ক :: রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
২০২১ সালের ৫ই জানুয়ারি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের মেয়াদ শেষ হলে, তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে সকালে আগাম জামিন নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেন, ঢাকা-১৮ উপ-নির্বাচনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement