ব্রিট বাংলা ডেস্ক :: আগেই নিশ্চিত হয়েছিল কোন চার দল খেলবে প্লেঅফ। অপেক্ষা ছিল পয়েন্ট তালিকার শীর্ষ দুই স্থান নিয়ে । ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) নিজেদের শেষ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স জিতে গেলে রদবদল আসতে পারতো পয়েন্ট টেবিলে। তা হয়নি। জয়ের ধারা অব্যাহত রেখেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর এতে সুযোগ বাড়লো সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টসের। শনিবার ত্রিনবাগোকে ৭ উইকেটে হারায় গায়ানা। এতে আসরে ‘পারফেক্ট টেন’ নৈপুণ্য দেখালো অ্যামাজন ওয়ারিয়ররা।
আসরে ১০ ম্যাচে পূর্ণ ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে তারাই। দশ ম্যাচে সমান ১০ পয়েন্ট সংগ্রহ বার্বাডোজ ট্রাইডেন্টস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। তবে নেট রান গড়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে আসরের প্রথম কোয়ালিফায়ারের টিকিট কাটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। কাল রাত ৯টায় প্রথম কোয়ালিফায়ারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিবের দল। এই ম্যাচে জয় পেলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবেন সাকিবরা। তবে হারলেও আরেকটি সুযোগ থাকবে। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল ত্রিনবাগো-সেন্ট কিটস খেলবে এলিমিনেটর ম্যাচে। পরে এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে ট্রাইডেন্টস। আসর থেকে বিদায় নেবে এলিমিনেটর ম্যাচের বিজীত দল।