ডেস্ক রিপোর্টঃ গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা ফাতেহা বেগম নামক এক মহিলার উপর হামলার প্রতিবাদ এবং ঘটনাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে, প্রবাসি সংঘটন বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ।
জানা যায়,বিশ্ব প্রবাসী শরীফগন্জ উন্নয়ন পরিষদের সদস্য ফ্রান্স প্রবাসী জিয়াউর রহমানের বোনকে বিয়ে দেন বালাগঞ্জ থানার মধুরাই গ্রামের জমসেদ মিয়ার ছেলে কাছে। বিয়ে পর থেকে নানা নির্যাতন করে আসছে ফাতেহা বেগমের ভাশুর ছমির উদ্দিন।
ভাশুর ছমির উদ্দিনের এই নির্যাতন মারাত্মক আকার ধারন করে। হঠাৎ ফাতেমা কিছু বুঝে উটার আগেই দেশি অস্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে ছমির উদ্দিন।
গুরুতর আহত অবস্থায় ফাতেমা কে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ফাতেমার অবস্থা আশংকাজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক মধুরাই গ্রামের এক ব্যাক্তি জানান, জমসেদ মিয়ার ছেলে ছমির উদ্দিন এলাকার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত।
এব্যাপারে থানায় মামলা হলে ও এখন পর্যন্ত হামলাকারী ছমির উদ্দিন গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ।
তারা
তাদের দাবি ছমির সহ যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান।তা না হলে বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের নাগরীকদের নিয়ে কটুর আনন্দোলন নামবে তারা।
Advertisement