গোল করে হাজারতম ম্যাচ রাঙালেন রোনালদো

ব্রিট বাংলা ডেস্ক :: ক্যারিয়ারের হাজারতম ম্যাচে গোল করে রাঙালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান সিরি আয় রোনালদোর অসাধারণ মাইলফলক ছোঁয়ার দিনে স্পালকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এ জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল জুভেন্টাস। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩৯তম মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনালদো। এ নিয়ে সিরি আয় টানা ১১ ম্যাচে গোল করলেন পর্তুগিজ সুপারস্টার। আর চলমান লীগে ২১তম গোল।
৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার অ্যারন র‌্যামসে। ৬৯ মিনিটে স্পটকিক থেকে স্পালের হয়ে ব্যবধান কমান আন্দ্রেয়া পেতানিয়া।।

Advertisement