গোয়াইনঘাটে কোটি টাকার হেরোইন উদ্ধার : ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেট অফিস :: সিলেটের গোয়াইনঘাটে কোটি টাকার হেরোইনসহ ছাত্রদল নেতা লিটন ও তার আরো দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে জাফলং মোহাম্মদপুর এলাকার দুলাল মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি স্কুল ব্যাগে ভর্তি বিভিন্ন রকমের কাপড়ের লেইস দিয়ে সেলাই করা হেরোইনের প্যাকেট করা বিপুল পরিমান হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। যার নং-৩৪।

আটককৃতরা হলো, পশ্চিম লাখেরপার গ্রামের আব্দুস শহীদের ছেলে আব্দুল মালিক লিটন (৩৫), গাইবান্ধা জেলার আলীরবাজার মাছের ভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুম আহমদ (২৯) এবং ভাউরভাগ গ্রামের সুবল ব্যানার্জি ছেলে সোহেল ব্যানার্জি (৩০)।

গতকাল বৃহস্পতিবার পুলিশ আসামীদের আদালতে হাজির করে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক রিমান্ড আবেদনটি মঞ্জুর করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, আটক তিনজনকে একজন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের পরিমান এক কেজি। যাহার মূল্য এক কোটি টাকা।

Advertisement