ব্রিট বাংলা ডেস্ক :: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসের ক্রিট দ্বীপে স্থানীয় সময় সকালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। খবর ডেইলি মেইল’র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে ভূমিকম্পের ফলে পুরো দ্বীপ এবং এর বাড়ি-ঘরগুলো ‘নাটকীয়ভাবে’ কেঁপে উঠে।
ক্রেটের আঞ্চলিক গভর্নর স্ট্যাভ্রোস আরনাউতাকিস রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলেও সৌভাগ্যজনকভাবে তেমন কোন ক্ষতি হয়নি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১’শ ৫০ মাইল দূরের শহর এথেন্সেও ভূকম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার গ্রিসের পার্শ্ববর্তী দেশ আলবেনিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ২৫ জন নিহত হয়েছেন।
Advertisement