গ্রীস্মকালীন বাজেটে হসপিটালিটি সেক্টরের ভিএটি হ্রাস : বিসিএ’র অভিনন্দন

ব্রিটবাংলা ডেস্ক :  ব্রিটেনের হসপিটালিটি সেক্টরের জন্যে এবারের গ্রীস্মকালীন বাজেটে ভিএটি ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ঋষি সোনাক। চ্যান্সেলারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কারী শিল্পের প্রাচীনতম সংগঠন বিসিএ। এক বিবৃতিতে বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী মিটু চৌধুরী এবংচীফ ট্রেজারার সাঈদুর রহমান বিপুল চ্যান্সেলার ঋষি সোনাককে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্তে আবারো ঘুরে দাঁড়াবে ঝিমিয়ে পড়া কারী শিল্প।

উল্লেখ্য, ২০১৩ সালে ভিএটি ২০ শতাংশে উন্নীত করার পর থেকে এর বিরুদ্ধে ক্যাম্পেইন করে আসছে বিলেতে বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ। বর্তমান করোনা সংকটে কারি শিল্পকে রক্ষার জন্যে ভিএটি ৫ শতাংশ করার দাবীতেও ক্যাম্পেইন করেছে বিসিএ।

Advertisement