এমডি রিয়াজ হোসেন,ইতালী : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকীতে স্পেন ও জার্মানে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরেয়ে নিয়ে ফাসির দন্ড কার্যকর করার দাবী জানিয়েছে ইতালী আওয়ামীলীগ গ্রোসেত্ত শাখার আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মিলাদের অনুষ্ঠানে। কর্ম ব্যস্ততার মাঝেও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে গ্রোসেত্ত আওয়ামীলীগের আয়োজনে স্মরন করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ যারা ১৫আগষ্ট নিহত হয়েছেন। গ্রোসেত্ত আওয়ামীলীগের আহবায়ক মাহবুবুর রহমান ছৈয়ালের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান রুবেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী। প্রধান বক্তা ছিলেন ইতালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দিনু, সদস্য ফারুক ফরাজী, রোম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, ইতালী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদিকা নিলুফার নীলা, শামীমা আক্তার পপি, তুসকলনা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, সহ আরো অনেকে। এ সময় আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ দুলাল বেপারী, সদস্য নজরুল ইসলাম, সবুজ আহমেদ, আসলাম ভান্ডারী সহ আরো অনেকে।
এসময় বক্তারা আরো বলেন, ১৯৫২ থেকে ১৯৭১। বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলন-সংগ্রামে অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের একমাত্র নেতা, দেশ স্বাধীন করার আগেই যাকে ৭ কোটি মানুষ বসিয়েছিল জাতির পিতার আসনে। বাঙালির মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, তা থেকে এ দেশের মানুষকে বিচ্ছিন্ন করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়