ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ! মামা গ্রেফতার

ব্রিট বাংলা ডেস্ক :: খুলনার পাইকগাছায় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে তার মামা আছানুর রহমান গাজীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। এর আগে ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার বাড়ুলী গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।

আছানুর রহমান উপজেলার রাড়ুলী গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে। তিনি কিশোরীর বাবার চাচাতো শ্যালক।
জানা যায়, ঘটনার রাতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ির তিনজনকে অচেতন করে আছানুর রহমান গাজী। পরে অচেতন অবস্থায় ওই পরিবারের এক মেয়েকে ধর্ষণ করে সে। এতে অসুস্থ হয়ে পড়লে ওই মেয়েকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, ঘটনার চারদিন পর কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement