চট্টগ্রাম, ২৪ কার্তিক (৯ নভেম্বর): • রাস্তা-ঘাটের ওপর উপড়ে পড়া গাছপালা সরিয়ে ফেলুন যাতে সহজে সাহায্যকারী দল আসতে পারে এবং দ্রুত যোগাযোগ সম্ভব হয়। গাছপালার সাথে বৈদ্যুতিক তার জড়িয়ে থাকলে দ্রুত বিদ্যুৎ বিভাগকে খবর দিন।
• আশ্রয়কেন্দ্র থেকে মানুষকে বাড়ি ফিরতে সাহায্য করুন এবং নিজের ভিটায় বা গ্রামে অন্যদের মাথা গোঁজার ঠাঁই করে দিন।
• খুব দ্রুত উদ্ধার দল নিয়ে খাল, নদী, পুকুর ও সমুদ্রে ভাসা বা বনাঞ্চলে বা কাদার মধ্যে আটকে পড়া লোকদের উদ্ধার করুন।
• দ্বীপের বা চরের নিকটবর্তী কাদার মধ্যে আটকে পড়া লোকদের জন্য দলবদ্ধ হয়ে দড়ি ও নৌকার সাহায্যে উদ্ধার কাজ শুরু করুন।
• ঝড় একটু কমলেই ঘর বা আশ্রয়কেন্দ্র থেকে বের হবেন না। পরে আরো প্রবল বেগে অন্যদিক থেকে ঝড় আসার আশঙ্কা থাকে।
• পুকুরের বা নদীর পানি ফুটিয়ে পান করুন। বৃষ্টির পানি ধরে রাখুন।
• নোংরা পানি কীভাবে ফিটকারি বা ফিল্টার দ্বারা খাবার ও ব্যবহারের উপযোগী করা যায়, সে বিষয়ে জেনে নিন। কোনো অবস্থাতেই জলাশয়ের নোংরা পানি পান করবেন না।
• নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থায় ত্রাণ বণ্টন (আলাদা লাইনে) করুন। খাবারের ঘাটতি থাকলে প্রাপ্ত খাবার সবাই শেয়ার করে খান।
• ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তরা শুধু এনজিও বা সরকারি সাহায্যের অপেক্ষায় বসে না থেকে অন্যকে যেন সাহায্য করে সেদিকে সচেষ্ট হতে হবে।
• রিলিফের মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট হোন। রিলিফের পরিবর্তে কাজ করুন। কাজের সুযোগ সৃষ্টি করুন। রিলিফ যেন মানুষকে কর্মবিমুখ না করে কাজে উৎসাহী করে সেভাবে রিলিফ বিতরণ করতে হবে।
• দ্রুত উৎপাদনশীল ধান ও শাকসব্জির জন্য জমি প্রস্তুত করুন। বীজ সংগ্রহ করুন এবং কৃষিকাজ শুরু করুন।
• ঘূর্ণিঝড়ে আপনার পরিবারের বা এলাকার মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করুন।
• ঘূর্ণিঝড় নিয়ে মানুষের আজেবাজে কথায় কান দেবেন না, গুজবকে প্রশ্রয় দেবেন না।
• আপনার এলাকার কোনো লোকের সন্ধান না পেলে দ্রুত স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে অবহিত করুন।
• ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে বা হেলে পড়ে বিদ্যুৎ বিভ্রাট হওয়াটা স্বাভাবিক। এ সময়ে অধৈর্য না হয়ে সবাই এক জায়গায় জড়ো হয়ে অপেক্ষা করুন। কোনো অবস্থাতেই পড়ে থাকা বিদ্যুতের তার ধরতে যাবেন না। বরং দ্রুত বিদ্যুৎ বিভাগকে অবহিত করুন।
• আশ্রয়কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়ম/অব্যবস্থাপনা দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি/প্রশাসনকে অবহিত করুন।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর করণীয়
Advertisement