ব্রিট বাংলা ডেস্ক :: চট্টগ্রামে ভোর রাতের আগুনে পুড়ে গেছে একটি জুতার কারখানা। অগ্নিকাণ্ডে প্রাণহানী না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় অবস্থিত জুতার কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়। ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। সাড়ে ৬টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-২) ফরিদ আহমেদ চৌধুরী।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনে উৎস তদন্ত করে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
Advertisement