চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি সালাম, সম্পাদক আতাউর

ব্রিট বাংলা ডেস্ক : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। শনিবার সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলরদের অধিবেশন শেষে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন তারা। সভাপতি পদে এম এ সালাম ২২৩ ভোট এবং এবিএম ফজলে করিম চৌধুরী ১২৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

Advertisement