চমক লাগিয়ে দ্বিতীয় অবস্থানে এনটিভি ইউরোপ, শীর্ষে স্টার প্লাস

হেফাজুল করিম রকিব: যুক্তরাজ্যে এশিয়ান টিভি চ্যানেলগুলোতে দর্শক জনপ্রিয়তার তালিকায় বিনোদন ভিত্তিক চ্যানেল স্টার প্লাস শীর্ষ অবস্থান ধরে রাখলেও মঙ্গলবারের রেটিংএ চমক দেখিয়েছে এনটিভি ইউরোপ।

বিজ এশিয়ান লাইভ ডট কম প্রকাশিত প্রতিবেদনে জানায়, মঙ্গলবার প্রথমবারের মতো ২য় অবস্থানে উঠে এসেছে এনটিভি ইউরোপ। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, স্টার প্লাসে অর্জন করেছে ০.১৬% পয়েন্ট। এই প্রতিবেদনে বলা হয়, এনটিভি ইউরোপ প্রথমবারের মতো এতো বড় সাফল্য পেতে সক্ষম হয়েছে মঙ্গলবার। এনটিভি ইউরোপ অর্জন করেছে ০.১০% পয়েন্ট । দর্শকদের ভোটে প্রথম, কোন বাংলদেশী টেলিভিশন চ্যানেল হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করে মর্যাদার্পূণ এশিয়ান ভিওয়ার্স টেলিভিশন এ্যাওয়ার্ডও পায় এনটিভি । দিনের ৯টা থেকে ৬টা পর্যন্ত সিডিউলের এই চ্যানেল ০.১০% পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুই নম্বরে। আর ভারতীয় প্রভাবশালী অনেক টিভি চ্যানেলকে পেছনে ফেলে এই অবস্থানে এসেছে এনটিভি ইউরোপ। যে তালিকায় আছে জি টিভি (০.০২%), সনি ইন্টারটেইনমেন্ট টেলিভিশন (০.০২%) এবং কালারস (০.০১%)।
হাম টিভি ও প্রাইম টিভি ০.০৪% রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় হয়েছে। হামটিভির সবচে জনপ্রিয় অনুষ্ঠান ছিলো ‘ডি লাজ্জাত’। অপরদিকে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) প্রচার করে অবস্থানে এসেছে প্রাইম টিভি। এর আগে গত শুক্রবার প্রকাশিত তথ্যে দেখা যায়, প্রাইম টিভিকে শীর্ষ অবস্থান থেকে হটিয়ে সেখানে জায়গা করে নয়ে স্টার প্লাস।

এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে এনটিভি একঝাঁক তরুণ নিয়ে ইউরোপ সহ বিশ্বের অগনিত দর্শকের কাছে বস্তুনিষ্ঠসংবাদ ও মানসম্মত অনুষ্ঠান তুলে ধরছে। ১লা নভেম্বর বার্বের সদস্য হওয়ার পর এক মাসের মধ্যেই এশিয়ান ভিউয়ার্স টিভি চ্যানেল গুলোর মধ্যে এনটিভি অর্জন করেছে এক বিরাট সাফল্য।

সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে ইউরোপ সহ বিশ্বের অগনিত দর্শকদের মাঝে ইতিমধ্যে অনত্যম শ্রেষ্ঠত্ব অর্জনের স্বাক্ষর রেখে চলছে এনটিভি ।

Advertisement