ব্রিটবাংলা ডেস্ক : অ্যাপস ভিত্তিক ক্যাব কোম্পানী উবার ব্রিটেনে আরো প্রায় ২০ হাজার নতুন ড্রাইভার নিয়োগ দেবে। গত ১২ এপ্রিল থেকে বার এবং রেস্টুরেন্টে আউট ডোর ব্যবসা খোলার পর থেকে উবারের ব্যবসা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আগামী জুন-জুলাইতে লকডাউন পুরোপুরি শিথিল হলে ব্যবসা আরো বাড়বে বলে আশা করছে উবার। এ কারণে নতুন ড্রাইভার নিবে উবার। আরো ২০ হাজার ড্রাইভার নিয়োগ দিলে ব্রিটেনে উবারের ড্রাইভারের সংখ্যা ৯০ হাজারে গিয়ে দাঁড়াবে।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, উবার ড্রাইভারদের হলিডে, পেনশন স্কীমের সাথে সাথে ন্যাশনাল মিনিমাম ওয়েজ দিয়ে যাবে। তবে উবার ইট সেক্টরের ড্রাইভাররা এই সুযোগ পাবে না। সুপ্রিম কোর্টের রায় শুধুমাত্র ক্যাব ড্রাইভারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে উবার জানিয়েছন।
Advertisement