টালিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। মাত্র ৫৭ বছর বয়সী এই তারকা বুধবার (২৩ মার্চ) দিনগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ভারতীয় গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।প্রতিবেদনে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি রিয়েলিটি শো-তে অংশ নেন অভিষেক চট্টোপাধ্যায়। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, এ অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর কিছুটা ভালো বোধ করায় বাড়িতেই ছিলেন তিনি। তবে গভীর রাতে সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে।অভিনেতার এ অকাল মৃত্যুতে টালিপাড়ায় শোকের ছায়া নেমেছে।অভিনেতা লাবনী সরকার জানিয়েছেন, তার খুবই কাছের বন্ধু ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। এই রকম একটি মুহূর্ত কখনও আসবে তা তিনি ভাবতেও পারেননি।নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন অভিষেক। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে একসারিতে নাম উঠে আসতো তার।উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো প্রতিভাশালী অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে অভিষেক চট্টোপাধ্যয়কে।যদিও পরবর্তীকালে নানান বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এ জন্য কাজ থেকেও দূরে সরে যান অভিষেক।সূত্র: আনন্দবাজার
চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
Advertisement