শত বছর বয়সী ব্রিটিশ ফান্ডরাইজার ক্যাপ্টেন স্যার টম মোড় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে রোববার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। ক্যাপ্টেন স্যার টম মোড়রের টুইটার পেইজে প্রকাশিত বিবৃতিতে তাঁর মেয়ে হান্নাহ জানান, গত কয়েক সপ্তাহ ধরে স্যার টম মোড় নিউমোনিয়ায় ভুগছিলেন। সর্বশেষ গত সপ্তাহে তাঁর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। রোববার শ্বাস কষ্ট বাড়ার সাথে সাথে স্যার টম মোড়কে বেডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। তাকে আইসিইইউতে নেওয়া হয়নি বলেও বিবৃতিতে জানিয়েছেন মেয়ে হান্নাহ।
গত এপ্রিলে ইংল্যান্ডে জাতীয় লকডাউন চলাকালে নিজের বাগানে ১শ কদম হেঁটে এনএইচএসের জন্যে ৩২ মিলিয়ন পাউন্ডের বেশি ফান্ড রেইজ করেন তিনি। এর স্বীকৃতি হিসেবে রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁকে নাইট উপাধিতে ভুঁষিত করেন।
এদিকে স্যার টম মোড়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং রাণী দ্বিতীয় এলিজাবেথ আলাদা আলাদা ভাবে শোক জানিয়েছেন। এছাড়াও এক ভিডিও বার্তায় ক্যাপ্টেন স্যার টম মোড়ের মৃত্যুতে শোক জানিয়েছেন শতবর্ষী কবি দবিরুল ইসলাম চৌধুরী। ক্যাপ্টেন স্যার টম মোড়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে চ্যানেল এসের এম্বেসেডর হিসেবে দবিরুল ইসলাম চৌধুরী নিজের ঘরের পাশের গার্ডেনে শত কদম হেটে ফান্ড রেইজিংয়ের উদ্যোগ নিয়েছিলেন। দবির ইসলাম চৌধুরীর ভিডিও বার্তাটি শুনতে নিচে লিঙ্কে ক্লিক করুন।